মস্কো : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার উপকূল এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০।
রবিবার সকালে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা পেনিনসুলাতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ওই এলাকায় মাটির ৫১ কিমি নীচে ভূমিকম্পের উৎপত্তি স্থল।
হতাহতের খবর নেই। তবে এই ভূমিকম্পের জেরে রাশিয়ার শিভেলুচ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে। ওই আগ্নেয়গিরির ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছাই জমে গিয়েছে।