মোহনবাগানের সামনে শক্তিশালী চেন্নায়িন

ইন্ডিয়ান সুপার লিগে বিরতির আগে জয়ের হ্যাটট্রিকের পর একটি ড্র। কিছুটা অস্বস্তিতে রেখেছিল মোহনবাগান শিবিরকে। বিরতির পর অনবদ্য প্রত্যাবর্তন। ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে ক্লিনশিট বজায় রেখে ৩ গোলে জয়। বেঙ্গালুরু এফসির সঙ্গে একই পয়েন্ট হলেও গোল পার্থক্যে শীর্ষস্থানে উঠেছিল মোহনবাগান। যদিও বেঙ্গালুরু এফসি সদ্য মহমেডানকে হারিয়ে শীর্ষে ফিরেছে। তবে মোহনবাগানের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। কাল, শনিবার ঘরের মাঠে চেন্নায়িন এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। জিতলে ফের শীর্ষস্থান দখল করবে।

গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান যেমন অনবদ্য ছন্দে রয়েছে, উল্টো দিকে চেন্নায়িন এফসি গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে। ইন্ডিয়ান সুপার লিগে গত পাঁচ হোম ম্যাচেই অপরাজিত সবুজ মেরুন। চেন্নায়িনকে হালকা নিতে নারাজ মোহনবাগান শিবির। নিজেদের শক্তিতেই ভরসা রাখছেন। সবুজ মেরুন কোচ হোসে মোলিনা বলছেন, ‘আমার টিমের উইঙ্গাররা খুব ভালো খেলছে। পুরো মাঠটাকেই ব্যবহারের চেষ্টা করি। উইঙ্গাররা ভালো খেললে ডিফেন্ডাররাও আক্রমণে উঠতে পারে।’

শেষ ম্যাচে মোহনবাগানের নানা প্রাপ্তি ছিল। প্রথমত, গোল না খাওয়া। দ্বিতীয়ত, আইএসএলে প্রথম গোল করেছেন মোহনবাগানের নতুন সদস্য জেমি ম্যাকলারেন। এ ছাড়াও মরসুমের প্রথম গোল লিস্টন কোলাসোর। সব মিলিয়ে স্বস্তির ম্যাচ। চেন্নায়িনের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য। প্রতিপক্ষ দলের কোচ আওয়েন কয়েল বলছেন, ‘আমাদের কাছে এটা বড় ম্যাচ। মোহনবাগানের বাজেটও যেমন বেশি, দল হিসেবেও শক্তিশালী। তবে আমরাও ভালো পারফরম্যান্সে দেখিয়েছি, বড় ম্যাচ জেতার ক্ষমতা রাখি। প্লেয়ারদের জন্য আমি গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =