বুধবার বছরের সেরা ফর্মে শেয়ার বাজার

বুধবার সকালে এক ধাক্কায় ৩৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, ১২৭ পয়েন্ট উঠল নিফটি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে।

এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৩,১৯৬.৪৩ পয়েন্ট, সর্বনিম্ন ৬২,৮৪১.৯৫ পয়েন্ট। দারুণ ছন্দে ছিল নিফটি ৫০-ও। মঙ্গলবারের থেকে ১২৭.৪০ পয়েন্ট উঠে ১৮.৭২৬.৪০ পয়েন্টে শেষ করে নিফটি ৫০।

সেক্টরগুলির মধ্যে এ দিন সবুজের ঘরে শেষ করেছে সেনসেক্স এবং নিফটির সব ক’টি সেক্টরই। নিফটিতে তুলনামূলক ভাবে বেশি লাভের মুখ দেখেছে রিয়্যালটি, ইন্ডিয়া ডিজিটাল, মেটাল, স্মলক্যাপ এবং মাইক্রোক্যাপ। সেনসেক্সে এই তালিকায় ছিল টেলিকম, ইউটিলিটিস, মেটাল, ক্যাপিটাল গুডস, রিয়্যালটি। টেলিকম সেক্টরের লাভের পরিমাণ প্রায় ৩ শতাংশ। বুধবার সবচেয়ে কম লাভ হয়েছে ব্যাংকিং এবং ফার্মা সেক্টরের। সেনসেক্সে লাভবান হয়েছে নেসলে ইন্ডিয়া, টাটা স্টিল, টাটা মোটরস, ভারতী এয়ারটেল।

অন্যদিকে, এ দিন বেশ কিছু সংস্থা ক্ষতির তালিকায় ছিল। সেনসেক্সে বুধবার ক্ষতির মুখে পড়েছে কোটাক ব্যাংক, বাজাজ ফিন্যান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =