সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। দু-ম্যাচের জন্য নির্বাসিত করা হল হেড কোচ ইগর স্টিমাচকে। সঙ্গে বিশাল অঙ্কের জরিমানাও। সেমিফাইনালে তাঁকে বেঞ্চে না পাওয়া নিশ্চিত ছিল। ফাইনালে উঠলেও টেকনিকাল এরিয়ায় পাওয়া যাবে না হেড কোচকে। শনিবার সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে অস্বস্তি তৈরি করল স্টিমাচের শাস্তি। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাকিস্তান ফুটবলার থ্রো-ইন নিচ্ছিলেন। সে সময় তাঁর হাত থেকে বল ফেলে দেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। নেপালের রেফারি প্রজ্জ্বল ছেত্রী তাঁকে রেড কার্ড দেখান। সাধারণত রেড কার্ডের জন্য এক ম্যাচ নির্বাসন থাকেই। অপরাধ গুরুতর হলে সেক্ষেত্রে শাস্তি বাড়তেও পারে। প্রথম বার অবশ্য এক ম্যাচেরই নির্বাসন দিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নেপাল ম্যাচে বেঞ্চে না থাকলেও গ্রুপের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ফেরেন। কিন্তু সেই ম্যাচে দুটি হলুদ কার্ড তথা রেড কার্ড দেখেন স্টিমাচ। তিন ম্যাচের মধ্যে দু-বার রেড কার্ড। এ বার ভারতীয় দলের হেড কোচকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। পাশাপাশি ৫০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারন সচিব আনোয়ারুল হক বলেন, ‘স্টিমাচকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। প্রথম ম্যাচের ক্ষেত্রে তাঁর বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়নি। তবে কুয়েত ম্যাচের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে যায়। এই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে। কুয়েত ম্যাচে রেড কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারি এবং অফিসিয়ালদের অপ্রীতিকর কথাও বলেন স্টিমাচ।’