অভিষেকদের চুরি করা অভ্যেসে পরিণত হয়েছে, কটাক্ষ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

ব্যারাকপুর : প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের নিয়ে নৈহাটি বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচার করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর মোড় মাদারপুর হাই স্কুল পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রায় প্রিয়াঙ্কা টিবরেওয়াল ছাড়াও হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে। পদযাত্রায় যোগ দিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দাবি করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের চুরি করা অভ্যেসে পরিণত হয়েছে। ওর পিসিই তো বলেছেন, ছোট্টবেলা থেকেই নাকি চুরিতে হাত পাকিয়েছে। প্রিয়াঙ্কার কথায়, মোদিজি চুরি আটকাতেই রাজ্যে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। তৃণমূল যুবরাজকে নিশানা করে তিনি বলেন, ‘অভিষেক যদি এক বাপের বেটা হয়, তাহলে রাজনীতি ছেড়ে দিক।’ প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে অভিষেক বলেছেন, বিজেপি শাসিত কোনও রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকা দেওয়া হলে, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এপ্রসঙ্গে এদিন প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘বিজেপি শাসিত অসমে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ১২৫০ টাকা করে দেওয়া হয়। মধ্যপ্রদেশে দু’হাজার টাকা করে দেওয়া হয়।’ এবার তাহলে অভিষেক রাজনীতি ছাড়বেন তো, প্রশ্ন টিবরেওয়ালের। এদিন তিনি দাবি করলেন, মিড ডে মিলের টাকা স্কুল শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। ভোটের কাজে ডিউটি করার জন্য। এটাই তো তৃণমূল সরকারের আসল উন্নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =