হাই কোর্টের কড়া মনোভাবে শেষ পর্যন্ত সিবিআই-এর মুখোমুখি শিক্ষা প্রতিমন্ত্রী

কলকাতা : অবশেষে লুকোচুরি খেলা শেষ। বৃহস্পতিবার সিবিআইয়ের মুখোমুখি হতে নিজাম প্যালসে পৌঁছলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন সন্ধে সাতটা ২৬ মিনিট পরেশের কনভয় পৌঁছয় এজেসি বোস রোডের সিবিআই দফতরে।

মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বুধবার ভোর ৪টে ৫৬ মিনিট। পরেশকে দেখা গিয়েছিল বর্ধমান স্টেশনে। সঙ্গে মেয়ে অঙ্কিতা। বৃহস্পতিবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিতেই বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমানে ওঠেন পরেশ। তবে তাঁর সঙ্গে এদিন দেখা যায়নি মেয়ে অঙ্কিতাকে।

এদিন যখন হাইকোর্টে ফের ওই মামলার শুনানি হচ্ছে তখন পরেশের আইনজীবী বলেন, উনি কোচবিহারে রয়েছেন। আসতে সন্ধে হয়ে যাবে। কারণ আদালত বলেছিল এদিন দুপুর তিনটের মধ্যে পরেশকে হাজিরা দিতেই হবে।

এরপর বিকেলে পায়জামা-পাঞ্জাবি, পায়ে সাদা স্নিকার্স পরে বাগডোগরা বিমানবন্দরে ঢুকছেন শিক্ষাপ্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে বড় একটি ট্রলি ব্যাগ। গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কলকাতা যাচ্ছি। শেষমেশ সন্ধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিতে পৌঁছলেন পরেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =