কলকাতা : আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি শনিবার সাতদিনে পড়েছে।
এদিকে, নির্যাতিতার পরিবারের সদস্যরাও সুবিচারের দাবিতেই সরব। তাঁর বাবা ও মা সোদপুরের – নাটাগড়ে অবস্থান কর্মসূচিতে রয়েছেন। সেখানেই যোগদান করেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে পৌঁছে যান।
এরপর সেখানে গিয়ে দলীয় পতাকা ছাড়া সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সাক্ষাৎ করেন। দলীয় কর্মী ও সমর্থকরা সাধারণ মানুষ হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে এরপর শুভঙ্কর সরকার জানিয়েছেন, মানবিক দায়বদ্ধতা থেকেই সশরীরে এই উপস্থিতি। সাধারণ নাগরিক হিসাবে তাঁদের এই সাক্ষাৎকার পর্ব ।