শুরু হল মাধ্যমিক, কড়া পদক্ষেপ বোর্ডের  

বৃহস্পতিবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মোট ২৮৬৭ কেন্দ্র জুড়ে হবে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ৪০ হাজার পরীক্ষক। এছাড়াও ,৩৫ হাজারেও বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারও কড়া পদক্ষেপ করেছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।

পরিসংখ্যান বলছে, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গতবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। সেই তুলনায় এই বছর অনেকটাই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্র থাকছে এবং নজরদারির দায়িত্বে ৪০ হাজার পরীক্ষক। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশও। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের রিয়েলটাইম আপডেট পৌঁছেও যাচ্ছে পর্ষদের কাছে। অ্যাডিশনাল ভ্যেনু সুপারভাইজ়ার অ্যাপে এই রিয়েল টাইম আপডেট করছেন বলে খবর। পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলি থেকে এই তথ্য সংগ্রহের কাজও শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =