৯৫২ জনের লিস্টে নাম যোগ্যদেরও, সিবিআই-এর দ্বারস্থ ৬ শিক্ষক

স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি যে ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করেছে, তা নিয়েও এবার  শুরু নতুন বিতর্ক। কারণ, ওএমআর শিটে  যাঁরা নম্বরে কারসাজি করেছেন তাঁদের তালিকায় ঢুকে গিয়েছে যোগ্য চাকরিপ্রাপক এবং আন্দোলনকারীদের নামও, এমনই অভিযোগ খোদ সিবিআই দপ্তর নিজাম প্যালেসে গিয়ে জানিয়েছেন ৬ জন। তাঁদের দাবি, তাঁরা যোগ্য। হাই কোর্টের একটি মামলায় তাঁদের নম্বর বেড়েছিল। এরপর স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি যে ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করেছে, তাতে তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন মাধ্যমে মানসিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের সবাইকে। যে ৬ জন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান তাঁদের দাবি , ইতিহাসের প্রশ্ন ভুলের মামলায় হাই কোর্টের নির্দেশে তাঁদের ১ নম্বর বেড়ে গিয়েছিল। এই বিভ্রান্তির কারণেই ওএমআর শিটে কারচুপি করা প্রার্থীদের তালিকায় তাঁদের নাম ঢুকে গিয়ে থাকতে পারে, এমনটা তাঁদের মনে হচ্ছে। ৯৫২ জনের তালিকায় এমন আরও ১৫ জনের নাম থাকা নিয়ে অভিযোগ উঠছে বলে সিবিআই সূত্রের খবর। ওই ৬ জনের দাবি, ৯৫২ জনের যে তালিকা রয়েছে, তাতে নাম উঠে যাওয়ায় বিভিন্ন মহলে মানসিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। কিন্তু বাস্তবে সেই তালিকায় তাঁদের নাম ঢোকার কথা নয়। একইসঙ্গে এও জানা যাচ্ছে, সেই তালিকায় শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে যাঁরা আন্দোলন করছেন এবং যাঁরা সত্যিকারের যোগ্যতার ভিত্তিতে চাকরি করছেন, তাঁদের কয়েক জনের নামও তোলা হয়েছে বলে নতুন করে অভিযোগ উঠল। এই ঘটনা সামনে আশার পর সিবিআই-এর  তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি তারাও গুরুত্ব দিয়ে দেখছে। কোথায় গোলমাল হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে ওই ৬ জনকে আশ্বাসও দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।

প্রসঙ্গত, শিক্ষক-দুর্নীতির তদন্তে ওএমআর শিটে কারচুপি করে নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে কড়া ভৎর্সনাও করে এসএসসি-কে। এর পরেই কমিশন নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twenty =