নিয়োগ প্রক্রিয়ায় একগুচ্ছ বদলের সুপারিশ এসএসসি-র

নিয়োগ প্রক্রিয়ার পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে আসার পর নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বড়সড় পরিবার্তন ঘটাতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এক্ষেত্রে কমিশনের তরফে সুপারিশও করা হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। সেখানে বলা হয়েছে, ওএমআর-এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট ফিরে আসবে। প্রসঙ্গত, বিগত পরীক্ষাগুলিতে কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। একইসঙ্গে মডেল উত্তরপত্র আপলোড করা হবে এসএসসি-র ওয়েবসাইটে। এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার পর হবু শিক্ষককে পড়িয়ে দেখাতে হবে তাঁর দক্ষতা। একইসঙ্গে অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার পক্ষে সুপারিশ করা হয়েছে। কারণ, বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট নম্বর দেওয়া হয় চাকরি প্রার্থীদের। সঙ্গে সমগ্র ইন্টারভিউ-এর ভিডিয়োগ্রাফি করার পরামর্শও দেওয়া হয়েছে। এরপর যত পরীক্ষা হবে, সে সবকটির ক্ষেত্রেই এই পরিবর্তিত নিয়ম কার্যকর করতে চায় কমিশন। বুধবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে এই সুপারিশের কথা জানান।
কারণ, নবম-দশম, গ্রুপ সি বা গ্রুপ ডি- এসএসসি-র একাধিক পরীক্ষায় নিয়োগ নিয়ে সামনে আসছে বিস্তর অভিযোগ। সঙ্গে ওএমআর বিকৃত করা, নম্বর বদলে দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। এবার এই বদনাম ঘোচাতেই তৎপর এসএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =