ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল সল্টলেক। সূত্রে খবর, অবিলম্বে মেধা তালিকা প্রকাশের দাবি তুলে বুধবার সকালে এসএসসি ভবন অভিযানের ডাক দেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। এদিনের এই মিছিল করার কথা ছিল সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে এসএসসি ভবন পর্যন্ত। এদিকে এই মিছিল নিয়ে তৎপর ছিল বিধাননগর পুলিশও। এদিন মিছিল শুরু হওয়ার আগেই তাঁদের আটকে দেয় বিধাননগর পুলিশ। আর এই মিছিল আটকাতে গিয়ে কার্যত আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বাধে বিধাননগর কমিশনারেটের পুলিশের। একাধিক চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলতেও দেখা যায় পুলিশ কর্মীদের। সব মিলিয়ে এক খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় সল্টলেকে।
এদিকে আন্দোলনকারীদের দাবি, তাঁদের জোর করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শান্তিপূর্ণভাবে মিছিল করা সত্ত্বেও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি,গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। তারা হাইকোর্টের নির্দেশকে অমান্য করছে। ফলে নয় হাজারেরও বেশি চাকরিপ্রার্থী বঞ্চিত। আর এই প্রেক্ষিতেই তাদের দাবি, অবিলম্বে চাকরির সুযোগ দেওয়া হোক। আর তা না হলে বয়স পেরিয়ে যাবে চাকরিপ্রার্থীদের। সেই কারণে অবিলম্বে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করুক কমিশন।