সোমবার প্রায় সাডে ৩ হাজার গ্রুপ সি চাকরি প্রার্থীর নম্বরের তালিকা প্রকাশ করল এসএসসি। কারণ এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই ঘটনায় আরও যেন স্পষ্ট হল নিয়োগ কেলেঙ্কারি কতটা জুড়ে ছড়িয়ে পড়েছে বঙ্গের শিক্ষা দপ্তরে। কারণ, সোমবার খোদ স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা হয় এক তালিকা। এই তালিকায় নাম রয়েছে ৩৪৭৮ জনের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ওএমআরের প্রাপ্ত নম্বর আর সার্ভারের নম্বরের মধ্যে ফারাক উল্লেখ করাও হয়েছে এই তালিকায়। আর সেই ফারাক তফাৎ বিস্তর। উদাহরণ স্বরূপ বলা যেতেই পারে, কারও প্রাপ্ত নম্বর ০ থেকে বেড়ে হয়ে গিয়েছে ৫৭, কারও ১ থেকে বেড়ে হয়ে গিয়েছে ৫৪। এরমকই ৩৫৭৮ জনের তালিকা প্রকাশ করা হয় এদিন।