কলকাতা: তিথি মেনে মা দুর্গার বোধন ষষ্ঠীতে। কিন্তু উৎসবের আবহ বাংলার শারদোৎসবে শুরু হয় তার আগেই। মহালয়ার আগেই কলকাতার একাধিক নামী পুজোর উদ্বোধন হয়েছে। তার মধ্যে একটা অবশ্যই শ্রীভূমি। গত বৃহস্পতিবারই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই এই পুজো নিয়ে নতুন উন্মদনার ছবি ধরা পড়ছে কলকাতাবাসীর মনে। মহালয়ায় ছুটির দিন পেয়েই হুজুগে দর্শনার্থীরা বের হলেন ঠাকুর দেখতে। রবিবার বিকেল থেকেই সেখানে বেশ ভিড় দেখা গিয়েছে।
নতুন জামা পড়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারে ভ্যাটিক্যান সিটির আদলে তৈরি করেছে তাঁদের পুজো মণ্ডপ। রবিবার মহালয়ার দিনে টালিগঞ্জ, সোনারপুর, চন্দননগর থেকে বহু দর্শনার্থী এসেছেন শ্রীভূমির পুজো দেখতে। তবে উদ্বোধনের পরও প্যান্ডেল পুরোপুরি তৈরি নয় দেখে কেউ কেউ ক্ষুন্ন ঠিকই তবে বন্ধু,পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া আড্ডায় মজে সেই না পাওয়াকে পুষিয়ে নিচ্ছেন অনেকেই। এদিকে কোভিডের কড়াকড়ির পরে এ বছরই প্রথম বিধিনিষেধ ব্যতিরেকে পুজো হচ্ছে গোটা রাজ্যে। তাই পুজোর আনন্দও যে দ্বিগুণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীভূমির পুজোর অন্যতম উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, শ্রীভূমিতে মায়ের গয়না দেখার জন্য মানুষের মধ্যে একটা বড় প্রত্যাশা থাকে। সকলের মধ্যে এটা নিয়ে আকর্ষণ থাকে। মহিলারাও খুব পছন্দ করেন। বিভিন্ন বিখ্যাত সোনার গয়না প্রস্তুতকারক কোম্পানিরা মায়ের গয়না দিয়ে থাকে। আমাদের ৫০ বছরের এই পুজোর উদ্বোধন করে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু, আমরা ঠিক করেছিলাম। দেবীপক্ষে আমরা মাকে গয়না পরাবো। সেই অনুযায়ী কাজ চলছে।’