জগদ্দলে প্রধানমন্ত্রীর সভার মাঠ পরিদর্শন করলেন এসপিজি কর্তারা

আগামী ১২ মে নির্বাচনী প্রচারে জগদ্দলের পেপার মিল ময়দানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ঠিক তার আগে প্রধানমন্ত্রীর সভার মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়ার অভিযাগ উঠেছে ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টার অভিযোগে সরবও হয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিকে বৃহস্পতিবার বেলায় সভার মাঠ পরিদর্শনে আসেন এসপিজি কর্তারা। মাঠে হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। তবে এদিন পেপার মিল ময়দানে হাজির হয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। কিন্তু জগদ্দলের বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তারা জগদ্দলের বিধায়কের উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। যদিও কিছুক্ষন মাঠে থাকার পর জগদ্দলের বিধায়ক মাঠ থেকে চলে যান।
প্রধানমন্ত্রীর সভার মাঠ পরিদর্শন এসে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবনকুমার সিং ক্ষোভের সঙ্গে বলেন, ‘খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেভেল করা হচ্ছে। কিন্তু পুরসভার তরফে কোনও সহযোগিতা করা হয়নি। সভা ভণ্ডুল করতে পুরসভা মাঠটিকে পুরো খুঁড়ে দিয়েছে। মাঠটি যাতে সভা করার উপযুক্ত হয়ে ওঠে, তা জেলাশাসককে দেখতে বলা হয়েছে।’ ট্যাক্টর দিয়ে মাঠ খোঁড়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা, এই বিষয়ে পবন কুমার সিং বলেন, ‘মাঠটি পেপার মিল কর্তৃপক্ষের। মিল কর্তৃপক্ষের পদক্ষেপ করা উচিত ছিল। অথচ মাঠ খোঁড়ার বিষয়ে এখনও পর্যন্ত মিল কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =