জল্পনাই সত্যি হল, বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট

নয়াদিল্লি : জল্পনাই সত্যি হল, আম আদমি পার্টি ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন কৈলাশ গেহলট। রবিবারই আম আদমি পার্টি ছেড়েছেন কৈলাশ গেহলট, একইসঙ্গে দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, তথ্যপ্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী পদ ছেড়েছেন কৈলাশ।

পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সে বিষয়ে রবিবার থেকেই শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল, বিজেপিতে যোগ দিতে পারেন কৈলাশ। আর তাই হল। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন কৈলাশ গেহলট। তাঁকে স্বাগত জানিয়েছেন মনোহরলাল খাট্টার, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা প্রমুখ।

বিজেপিতে যোগদানের পর কৈলাশ গেহলট বলেছেন, “কিছু মানুষ নিশ্চয়ই ভাবছে, এই সিদ্ধান্ত রাতারাতি এবং কারও চাপে নেওয়া হয়েছে। আমি তাদের বলতে চাই, আমি এখনও পর্যন্ত কারও চাপে কিছু করিনি। আমি শুনছি, ইডি এবং সিবিআই-এর চাপে নাকি এমনটা করা হয়েছে, কিন্তু এই সব ভুল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =