পাকিস্তানে জ্যাক মা-র ঝটিকা সফর ঘিরে জল্পনা

আচমকাই পাকিস্তানে পা রাখলেন চিনা ধনকুবের জ্যাক মা। জানা গিয়েছে, গত ২৯ জুন দেনায় জর্জরিত পাকিস্তানে গিয়েছিলেন তিনি। মাত্র ২৩ ঘণ্টা সেদেশে ছিলেন তিনি। তবে এই সফরে সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে ছিলেন জ্যাক মা। এই সফর ঘিরে চিনের প্রশাসনও একেবারে অজানা ছিল বলে জানা গিয়েছে।

জ্যাক মা-র এই পাকিস্তান সফর ঘিরে স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই পাকিস্তানে গিয়েছেন চিনা কোটিপতি। এই সফরেই বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে মা বৈঠক সেরেছেন বলেও সূত্রের খবর। যদিও সরকারিভাবে এই বৈঠক সম্পর্কে কিছুই জানা যায়নি।

পাকিস্তানের এক সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ব্যক্তিগত বিমানে চেপে পাকিস্তানে গিয়েছিলেন জ্যাক মা। হংকংয়ের একটি বিমানে চেপে বাংলাদেশ ও নেপাল ঘুরে পাকিস্তান পৌঁছন তিনি। চিনা ব্যবসায়ীর সঙ্গে পাঁচ চিনা নাগরিকের পাশাপাশি ছিলেন এক মার্কিন নাগরিকও। মাত্র ২৩ ঘণ্টা কাটিয়েই পাকিস্তান ছাড়েন তাঁরা। কোনও সরকারি আধিকারিক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি জ্যাক মা বা তাঁর সঙ্গীরা। যেমন গিয়েছিলেন তেমন নিঃশব্দেই পাকিস্তান ছাড়েন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =