শিবিরে যোগ দিতেই রোহিতের জন্য ‘স্পেশাল বার্তা’

গোয়েন্দাদের থেকে কম নন তিনি। তাঁর মস্তিষ্ক বার বার তা প্রমাণ করে। ভারতীয় দল তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো আইসিসি ট্রফি ক্যাবিনেটে ভরেছে। সেই তিনিই যখন থাকেন টার্গেটে, তা হলেই বুঝুন বিষয়টা কতটা গুরুতর। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মার হিরের থেকে কম নন। তিনি দলের ক্যাপ্টেন থাকুন আর নাই থাকুন, গুরুত্ব তাঁর বিন্দুমাত্র কমেনি। এ বার একেবারে হিরোর স্টাইলে এমআই শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা।

সুপারহিট হিটম্যান যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। নেটদুনিয়ায় তাঁর ডিটেকটিভ লুক রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বুধ-সন্ধেয় তাঁর এক ছবি শেয়ার করেছে এক্স হ্যান্ডেলে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, একটি হোটেলের রুমে তৈরি হচ্ছেন। আর তাঁর জন্য এক বিশেষ বার্তা দেওয়া হচ্ছে ‘হান্টার’-দের।

মুম্বই ইন্ডিয়ান্সের ইউটিউবে একটি রিলস শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় দুরবীন দিয়ে হোটেল ট্রিডেন্টে লক্ষ্য রাখা হচ্ছে। বেশ কয়েকজন সেই হোটেলের সামনে বাইক নিয়ে ও দৌড়ে উপস্থিত হয়েছেন। আর হোটেল রুম থেকে এক্কেবারে বিন্দাস মেজাজে ব্যাট হাতে নিয়ে বেরোচ্ছেন রোহিত শর্মা। চোখে কালো সানগ্লাস। পরনে সাদা শার্ট ও কালো কোট ও প্যান্ট। তাঁর এই লুক কার্যত চোখ ধাঁধানো।

২৩ মার্চ এ বারের আইপিএল সফর শুরু করবে এমআই। প্রতিপক্ষ ধোনির চেন্নাই। আইপিএলে চেন্নাই ম্যাচে নেই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তাঁর বদলে রোহিত নন, দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। মুম্বই-চেন্নাই ম্য়াচ আইপিএলের এল ক্লাসিকো। উত্তেজক ম্যাচে হার্দিকের না-থাকা চাপে রাখবে মুম্বইকে। ফলে সেখানে সূর্য যতই ক্যাপ্টেনের দায়িত্বে থাকুন না কেন, রোহিতও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =