টিমে মণিপুরের ফুটবলারদের জন্য বিশেষ উদ্যোগ মহমেডান কর্তাদের

হিংসার আগুনে জ্বলছে মণিপুর। স্পোর্টস সিটি হিসেবেও পরিচিত উত্তর-পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্য। মণিপুর থেকে জাতীয় স্তরে বিভিন্ন ক্রীড়াবিদ উঠে এসেছেন। স্বাভাবিক ভাবেই ক্রীড়াক্ষেত্রে অস্বস্তি থাকার কথা। কলকাতা ময়দানেও মণিপুরের অনেক ফুটবলারই খেলেন। কলকাতার অন্যতম প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাবেও মণিপুরের ফুটবলার রয়েছেন। তাঁদের জন্য বিশেষ উদ্যোগ মহমেডান স্পোর্টিংয়ের। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে ভালো ছন্দে রয়েছে মহমেডান। এ দিন ডায়মন্ডহারবারের কাছে হারলেও প্রথম তিন ম্যাচেই জিতেছে তারা। দলে রয়েছেন মণিপুরের সাত ফুটবলার। তাঁরা যাতে মানসিক ভাবে ঠিক জায়গায় থাকতে পারেন সে বিষয়ে নজর রাখছেন মহমেডান কর্তারা। কঠিন সময়ে মহমেডান স্পোর্টিংয়ের সাত মণিপুরের ফুটবলারের পাশে দাঁড়ালেন সাদা কালো কর্তারা। ফুটবলারদের পরিবারকে কলকাতায় নিয়ে আসার অভিনব উদ্যোগ মহমেডান স্পোর্টিংয়ের। রাজারহাটে বেশ কিছু ফ্ল্যাট নেওয়া হয়েছে। ফুটবলারদের বলা হয়েছে, তাঁরা নিজেদের পরিবারকে কলকাতায় নিয়ে আসতে পারেন। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফুটবলাররা। বিকাশ সিং, জেমস সিং, উইলিয়ামরা অবশ্য পরিবারকে আনার বিষয়ে এখনও কিছু বলেননি। কিন্তু ক্লাব কর্তারা যে ভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে তাঁরা মুগ্ধ। বিকাশ সিংরা বলছেন, ‘ওখানে যা হচ্ছে, তা সত্যিই চিন্তার। তবে মাঠে নামার সময় এত কিছু মাথায় থাকে না। তখন দলের জন্য সেরাটা দেওয়ারই ভাবনা থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =