রাজ্য বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের বিশেষ উপহার

রাজ্য বাজেটে বড়সর উপহার পেলেন সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীরা। উপহার মিলল চুক্তিভিত্তিক কর্মীদেরও। বাজেটে  সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মাসিক পারিশ্রমিক ১ হাজার টাকাবাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তাদের অবসরকারী সুবিধাও বাড়িয়ে ৫ লক্ষ টাকা করারকথা বলা হয়েছে। চুক্তি ভিত্তিক রাজ্য সরকারী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে ৩ হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এরফলে ৫০ হাজার এধরনের কর্মী উপকৃত হবেন।

শুধু বেতন বৃদ্ধি নয়, এবার থেকে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ  থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে বলে এদিন বাজেটে জানান অর্থমন্ত্রী। রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে এতদিন ১০ শতাংশ কোটা ব্যবহার করা হত সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য। এবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২০ শতাংশ। অর্থাৎ রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয়, তাহলে কাজের নিরিখে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাবেন। অর্থমন্ত্রী জানান, এই খাতে চলতি বাজেটে সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বাড়িয়ে করে দেওয়া হল ৫ লক্ষ টাকা। এই খাতে সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই বর্ধিত বেতন পাওয়া যাবে ২০২৪ সালের মে মাস থেকে পাওয়া যাবে। কারণ, এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হল। অর্থাৎ এই বাজেট ১ এপ্রিল থেকে বাস্তবায়িত হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 19 =