কলকাতা : নিয়োগ কেলেঙ্কারিতে জেলবন্দী অর্পিতা মুখার্জীর মায়ের মৃত্যু হয়েছে। সেই কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার ৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে অর্পিতাকে।
জানা গেছে, অর্পিতার মা থাকতেন বেলঘরিয়াতে। তাঁর পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোল মঞ্জুর করেছে বিশেষ আদালত।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না। গ্রেফতারির পর কেটে গেছে ২ বছর ৪ মাস। এখনও দুজনেই জেলে।
অর্পিতার মা থাকতেন বেলঘরিয়ায়। তার মৃত্যুর পর অর্পিতা অন্ত্যেষ্টিক্রিয়া এবং অন্যান্য ধর্মীয় কাজে অংশগ্রহণের জন্য প্যারোলের জন্য আদালতে আবেদন করেছিলেন, যা মঞ্জুর হয়েছে। তাকে পাঁচ দিনের প্যারোলে মুক্তি দিয়েছে আদালত।