কলকাতা লিগের অবনমন পর্বে বুধবার মহামেডান এবং সাদার্ন সমিতির ম্যাচ ছিল। তবে এদিন ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে দল নামালো না সাদার্ন সমিত। স্টেডিয়ামে উপস্থিত ছিল মহামেডান দলের ফুটবলাররা। ম্যাচের বাকি সব আয়োজনও ছিল, তবে প্রতিপক্ষ মাঠে না থাকায় মহামেডানকে না খেলেই ফিরে যেতে হল।
গ্রুপ লিগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শেষ ম্যাচেও দল নামায়নি সাদার্ন সমিতি। আগে থেকেই চিঠি দিয়ে জানিয়েছিল তারা খেলবে না। ফলে দুই পয়েন্ট কাটা যায় তাদের। অন্যদিকে অনমন পর্বের ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল তিন পাতার দীর্ঘ চিঠি দিয়েছেন আইএফএ-কে। যাবতীয় অভিযোগ, ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে। তবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে আলোচনার জন্য সভা ডাকা হবে, কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ড ও অবনমন পর্বের খেলা সূচী অনুযায়ীই হবে। আইএফএ -এর তরফে মঙ্গলবার রাতে সাদার্ন সমিতিকে চিঠি পাঠিয়ে বৈঠকের আশ্বাসও দেওয়া হয়৷ তবে বৈঠকের কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি। এদিকে বুধবার মহামেডানের বিরুদ্ধে সাদার্ন সমিতি না নামানো প্রশ্ন উঠছে, তবে কি বাকি খেলাগুলো খেলবে না সাদার্ন? এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে লিগ সাব কমিটি।
অন্যদিকে বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। লাল-হলুদের ঘরের মাঠে প্রিমিয়ারে নবাগত ক্লাব ইউনাইটেড কলকাতা লড়াইয়ে নামবে। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে খেলবে ডায়মন্ড হারবার এফসি এবং সুরুচি সংঘ।

