গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে সাদার্ন কোচ-কর্তা

কলকাতা লিগের ম্যাচ জেলায় ছড়িয়ে দেওয়াও অন্যতম লক্ষ্য বাংলা ফুটবল সংস্থার। বিভিন্ন মাঠে খেলা হলে আরও বেশি ফুটবল প্রেমী সামনে থেকে খেলা দেখার সুযোগ পাবেন। সাদার্ন সমিতি বনাম পাঠচক্রের ম্যাচ ছিল দুর্গাপুরে। প্রচুর ফুটবল প্রেমী মাঠে এসেছিলেন লিগের ম্যাচ দেখতে। তবে সাদার্ন সমিতির পক্ষে জোড়া অস্বস্তি। ম্যাচে হারের চেয়েও বড় দুর্ঘটনা মাঠের বাইরে। সাদার্ন সমিতি টিম আগেই পৌঁছেছিল। আলাদা গাড়িতে যাচ্ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য এবং ক্লাবকর্তারা। হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়ি গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত হন সার্দান সমিতির কোচ এবং ক্লাবের দুই কর্তা। গাড়িতে ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য, সহ সভাপতি প্রণব মুখোপাধ্যায় ও শীর্ষকর্তা সৌরভ পাল। সাদার্ন সমিতি টিম গতকালই সেখানে পৌঁছে গিয়েছে। এদিন কলকাতা থেকে গাড়িতে দুর্গাপুর যাচ্ছিলেন কোচ ও কর্মকর্তারা। গুড়াপের কাছে গাড়ির চাকা ফেটে যায়। অনেকটাই গতিতে থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ না থাকায় এরপর একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটি। তাতেই কোচ কর্মকর্তারা আহত হন। তাদের মধ্যে ক্লাবকর্তা প্রণব মুখোপাধ্যায়ের আঘাত গুরুতর। দ্রুত তাঁদের বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাদার্ন কর্তা সৌরভ পাল বাংলা ফুটবল সংস্থার সহ সভাপতিও। রঞ্জন ভট্টাচার্য বাংলা টিমকে কোচিং করিয়েছেন। তাঁরা দুর্ঘটনার কবলে পড়ায় বাংলার ফুটবল প্রেমীরা চিন্তিত। বাংলা ফুটবল সংস্থার তরফে বলা হয়েছে, তাঁদের বর্ধমানের বেঙ্গল ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সৌরভ পাল এবং রঞ্জন ভট্টাচার্য আপাতত সুস্থ। তবে ডঃ প্রণব মুখোপাধ্যায় এখনও চিকিৎসাধীন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের থেকে খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন আইএফএ-র প্রাক্তন সহসচিব পঞ্চানন দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =