ব্রাজিলের কাছে দল বিধ্বস্ত হতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ

বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফুটবল বিশ্বের মন জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো।
চলতি বিশ্বকাপের গ্রুপ লিগে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়া। সুয়ারেজদের আটকে রাখার পরে ঘানার বিরুদ্ধে দুর্দান্ত লড়ে ২-৩ গোলে হার মানে তারা। শেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে শেষ লিগ ম্যা চে ২-১ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় করিয়া। তবে ব্রাজিলের কাছে ১-৪ গোলে হেরে শেষ ষোলোর হার্ডল থেকেই বিদায় নেয় তারা।

দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করে বেন্টো জানান যে, তিনি বেশ কিছুদিন আগেই পদত্যাগের বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন। কাতার বিশ্বকাপের পারফর্ম্যান্স তাঁর সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলেনি।

ম্যাচের শেষে বেন্টো বলেন, ‘এবার আমাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কোরিয়ান রিপাবলিকের জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। খেলোয়াড়দের এবং প্রেসিডেন্টকে সেকথা জানিয়ে দিয়েছি। গত সেপ্টেম্বরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ওরা যা কিছু করেছে, সবের জন্য ধন্যবাদ। চার বছরেরও বেশি সময় দলের ম্যানেজার থাকতে পেরে আমি গর্বিত। আপাতত কিছুদিনের বিশ্রাম। পরে কী হয় দেখা যাক।’ বেন্টো এও জানিয়েছেন যে, বিশ্বকাপের নক-আউটে ওঠা কোরিয়ান দলকে নিয়ে তিনি যরপরনাই খুশি। বিশেষ করে যেরকম খেলে দল নক-আউটে পৌঁছয়, সেটাই তাঁকে তৃপ্তি দিচ্ছে। তাঁর কথায়, ‘ব্রাজিল যোগ্য দল হিসেবেই (প্রি-কোয়ার্টারে) জিতেছে এবং আমি ফলাফল নিয়ে সত্যিই হতাশ। তবে শেষ চার বছরে কোরিয়ান দল যেরকম ফুটবল খেলেছে, অসাধারণ। (বিশ্বকাপের) গ্রুপ পর্যায়ে আমরা যেটা করে দেখিয়েছে, এককথায় দুর্দান্ত। ঘানাকেও হারানো উচিত ছিল আমাদের। তবে আবার বলছি, সব মিলিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =