পাকিস্তানকে নিয়ে কড়া বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে জঙ্গিরা। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন এই হত্যালীলার দায় স্বীকার করেছে। ক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। ভারত সরকারের তরফে নানা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই ভারতীয় ক্রিকেট বোর্ডও নানা সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ অনেক আগে থেকেই বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া দু-দলের আর সাক্ষাৎ হয় না। এ বার হয়তো সেটাও দেখার সম্ভাবনা ক্ষীণ। কাশ্মীরের ঘটনায় বেজায় ক্ষুব্ধ দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দিলেন কড়া বার্তাও।

ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন কিছুটা ভালো ছিল, সে সময় সৌরভের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ভারত অধিনায়ক সৌরভকে বন্ধুত্বের বার্তা দিয়েই পাঠিয়েছিলেন। বলেছিলেন, সিরিজই শুধু নয়, হৃদয় জিতে এসো। সৌরভের নেতৃত্বে পাকিস্তানে সিরিজ এবং হৃদয় জিতে ফিরেছিল ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌরভের সুসম্পর্কও ছিল। কিন্তু এ বারের ঘটনায় আর চুপ থাকতে পারছেন না সৌরভ।

পহেলগাঁওয়ের হত্যালীলার পরই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন সিএবিতে সৌরভ বলেন, ‘এটা কোনও মজার ঘটনা নয়। কড়া সিদ্ধান্ত অবশ্যই নেওয়া জরুরি। সন্ত্রাসবাদকে কখনওই মেনে নেওয়া যায় না।’ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ যে আর কোনও ভাবেই সম্ভব নয়। শুধু তাই নয়, বিশ্বকাপেও ভারত-পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয় আইসিসিকে চিঠি দিচ্ছে বোর্ড। সৌরভও বলেন,’চিঠি দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত। সন্ত্রাসবাদী হামলা কখনই বরদাস্ত করা যায় না। সবরকম ভাবেই এর জবাব দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =