বেবি বাম্পে ক্যামেরার সামনে ধরা দিলেন সোনম

মা হতে চলেছেন অভিনেত্রী সোনম কাপুর (sonam kapoor)।এবার বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে আসলেন অনিল তনয়া।মার্চ মাসে  সোনম তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে বেবি বাম্পে ধরা দিলেন সোনম।

ব্যবসায়ী আনন্দ আহুজাকে (Anand Ahuja) বিয়ে করেন সোনম কাপুর। সোনামের মাতৃত্বের পোশাক ডিজাইন করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা।এই প্রথম নয়, এর আগেও আবু জানি ও সন্দীপ খোসলার পোশাকে বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করেছিলেন সোনম।

গায়ে জড়ানো সাদা সার্টিনের পোশাক। উপর থেকে আলগোছে শরীরে লেগে আছে সাদা ওড়না। গোটা পোশাকটিতে মুক্তোর কাজ করা। পোশাকের মধ্যে দিয়ে স্পষ্ট বেবি বাম্প। ৯ জুন বৃহস্পতিবার নিজের জন্মদিনে এভাবেই ফটোশ্যুট করলেন হবু মা সোনম কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =