পানিহাটির নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে

পানিহাটি : দীর্ঘ জটিলতা শেষে নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা। দায়িত্ব পেলেন সোমনাথ দে। শুক্রবার সকালে পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়়ান্ত হয়েছে। বৈঠকে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।

সম্প্রতি স্থানীয় ‘অমরাবতী মাঠের’ বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়কে নিয়ে। পরিস্থিতি জটিল দেখে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী। গত সোমবার বোর্ড মিটিংয়ে কাউন্সলরদের সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন মলয় রায়।

নিয়ম মেনে ২১ মার্চ ফের বোর্ড অফ কাউন্সিলরের বৈঠক ডাকেন ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী। এদিনের বৈঠকে মলয় রায় বাদে বাকি সব কাউন্সিলরই ছিলেন। সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভার পুরপ্রধানের দায়িত্ব পেলেন সোমনাথ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =