নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: সোমবার রাত থেকে বর্ধমান শহরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার কারণে এলাকার মানুষের ভোগান্তি চরমে। যার মধ্যে রয়েছে বর্ধমান শহরের ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ম্যানহোল জলমগ্ন হয়ে পড়েছে ৬ নম্বর ওয়ার্ডের। সাইকেল, রিকশা, টোটো সহ অন্যান্য যানবাহন চলাচল করে কালনা গেটের ম্যানহোল দিয়ে। তার মধ্যে জল জমে যাওয়ায় সমস্যায় পড়েন পথচলতি মানুষরা। পাশাপাশি যেসব মানুষ বাইক নিয়ে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, ওই সমস্ত বাইকগুলি বিকল হয়ে পড়ছে বলে দাবি। প্রশাসনের নজরদারির দাবি করছেন এলাকার মানুষ।
প্রসঙ্গত, কিছুদিন আগে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়কের উদ্যোগে পাম্পের সাহায্যে জলনিকাশি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের ভোগান্তির কারণে ক্রমশই ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের।