নির্বাচনে লড়ছেন না সৌরভ, সিএবির নতুন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়  নন। বঙ্গ ক্রিকেট সংস্থার শীর্ষপদে বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার সিএবিতে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা বিদায়ী বোর্ডের সচিবের। স্নেহাশিসের নতুন প্যানেলে থাকছেন অমলেন্দু বিশ্বাস, নরেশ ওঝা, প্রবীর চক্রবর্তী, এবং দেবব্রত দাস।

সূত্রের খবর, বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের শাসক শিবিরের প্যানেলে সভাপতি স্নেহাশিসের  সঙ্গে সহ-সভাপতি পদে থাকছেন অমলেন্দু বিশ্বাস। সচিব হচ্ছেন নরেশ ওঝা। সচিব পদের দৌড়ে ছিলেন প্রবীর চক্রবর্তীও। তবে তাঁকে শেষপর্যন্ত কোষাধ্যক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুগ্ম সচিব হচ্ছেন দেবব্রত দাস। এখনও পর্যন্ত যা খবর তাতে সৌরভ বিরোধী শিবিরের কেউ মনোনয়ন দিচ্ছেন না। তাই নাটকীয় কোনও পরিস্থিতি তৈরি না  হলে আজ বিকেল পাঁচটার পরই স্নেহাশিসদের জয়ী ঘোষণা করে দেওয়া হবে।

দিন কয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন, সিএবিতে  নির্বাচন হলে তিনি সভাপতি পদে লড়বেন। তাঁর বিরুদ্ধে নানারকম কুৎসা করা হচ্ছে, সেসবের জবাব দিতেই ভোটের ময়দানে অবতীর্ণ হতে চেয়েছিলেন ‘মহারাজ’। কিন্তু শেষপর্যন্ত নির্বাচনই হচ্ছে না। তাই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগেই ঠিক করা ছিল সৌরভ না লড়লে স্নেহাশিস লড়বেন সভাপতি পদে। সেই মতো বিকল্প প্যানেলও ভেবে রাখা হয়েছিল। সেই প্যানেলই রবিবার মনোনয়ন দিচ্ছে।

সিএবিতে মনোনয়ন না দেওয়ার অর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকছেন না। দিন কয়েক আগে পর্যন্ত অবশ্য তাঁর আইসিসিতে যাওয়া নিয়ে একটা জল্পনা ছিল। কিন্তু বিসিসিআই কর্তারা ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়ায় আইসিসিতেও মনোনয়ন দেননি সৌরভ। এবার সিএবির নির্বাচনে তাঁর লড়া নিয়ে জল্পনাতেও ইতি পড়ে গেল। এরপর প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের পরবরতী পদক্ষেপ কী  হয়, সেদিকেই নজর রয়েছে ক্রিকেট মহলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =