ভুয়া পরিচয় দিয়ে সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই

রামপুরহাট : সিআইডি পরিচয় দিয়ে এক বয়স্ক বৃহন্নলার কাছ থেকে সোনার গহনা ও নগদ ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে মহকুমা শাসকের বাস ভবনের সামনে।

অভিযোগ রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহন্নলা আনারকলি খাতুন দুপুরে তিনি টোটোতে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার পথ আগলে ধরে দুই দুষ্কৃতকারী। তারা নিজেদের সিআইডি অফিসার পরিচয় দেয় । এরপর তাকে সোনার গহনা খুলতে বলে তারা।

বৃহন্নালর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায় দুষকৃতকারীরা। ব্যাগে থাকা ১৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। বিষয়টি রামপুরহাট থানায় অভিযোগ জানান তিনি। রামপুরহাট থানার পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 11 =