ক্যানিং : সাপের কামড়ে আর মৃত্যু নয়, এই লক্ষ্যকে সামনে রেখে স্বাস্থ্যকর্মীদের সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অত্যাধুনিক চিকিৎসার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ক্যানিং মহকুমা হাসপাতালে। শনিবার দুপুরে ক্যানিং মহকুমা হাসপাতালের স্নেক বাইট ট্রেনিং হলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই দিন। কীভাবে রোগীকে শনাক্ত করবেন তাঁরা, কিভাবে বুঝবেন বিষধর সাপের কামড় না বিষহীন সাপে কামড়েছে, হাসপাতালে আসা মাত্র কিভাবে সেই রোগীর চিকিৎসা করবেন তাঁরা, কত পরিমাণে এভিএস প্রয়োগ করা হবে এইসব বিষয় নিয়েই মূলত এই দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের দুই বর্ষীয়ান চিকিৎসক গৌতম মণ্ডল ও সমরেন্দ্রনাথ রায়। চিকিৎসক সমরেন্দ্রনাথ বলেন, আগামী ২০৩০ সালের মধ্যেই সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা অর্ধেকে নিয়ে আসার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে সরকার।
সাপের কামড়ের রোগী এলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলেই দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু করেন ঠিকই কিন্তু এই বিষয়ে তাঁদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া হল, যাতে আরও ভালোভাবে চিকিৎসা সম্ভব হয় আক্রান্ত ব্যক্তির। স্বাস্থ্য কর্মীদের যেমন প্রশিক্ষণ দেওয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি সাপে কামড়ালে যাতে আক্রান্ত ব্যক্তিকে ওঝা, গুণিনের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় এ বিষয়েও সচেতনতা বাড়ানোর কথা বলেন গৌতম মণ্ডল।