হুগলি : শুক্রবার সকালে পান্ডুয়া-হাওড়া লোকালের নীচ থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজর আসতেই ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চাকার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ বৈদ্যবাটি স্টেশনে ঢোকে পান্ডুয়া হাওড়া লোকাল। এর পরেই নজরে আসে চাকার নীচে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। শেওড়াফুলি থেকে রেলের কর্মীরা গিয়ে পৌঁছয়। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
চলে মেরামত করার কাজ। এরপর ১০টা ২৫ মিনিট নাগাদ পুনরায় ট্রেনটিকে হাওড়া উদ্দেশ্যে রওনা করা হয়। অফিস টাইমে এই বিভ্রাটে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা।