ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুরের ঝুপড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। সেই সঙ্গে বিস্ফোরণের শধ হয় বলেও সূত্রের খবর। সব মিলিয়ে রবিবার রীতিমতো আতঙ্ক ছড়াল আন¨পুরের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে। দমকলের ১০টি ইঞ্জিন কয়েক ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে , রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শধে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই বাইপাসের ধারে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। কাছেই একটি বেরসরকারি হাসপাতাল। শধ পেয়ে সেখান থেকেও লোকজন বেরিয়ে আসেন। একের পর এক জোরালো শধ পাওয়া যায়। স্থানীয়দের অনুমান, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় ওই শধ। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।
কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। এদিকে, চোখের সামনে বাসস্থানে অগ্নিকাণ্ড মাথায় হাত ঝুপড়িবাসীর। কান্নাকাটির রোল। আগুনের গ্রাস থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে ব্যস্ত স্থানীয়রা।