স্কাই-গ্রিন-এর লড়াই বিফলে, অর্শদীপের দাপটে হারল মুম্বই

তাঁর ফর্মে ফেরার অপেক্ষা ছিল। শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাই নন, সকলেই যেন চাইছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে গত সিরিজে গোল্ডেন ডাকের হ্য়াটট্রিক করেছিলেন। আইপিএলেও প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি গোল্ডেন ডাক। অস্বস্তি তৈরি হচ্ছিল স্কাইকে নিয়ে। অবশেষে অর্ধশতরানের বিধ্বংসী ইনিংস এল তাঁর ব্যাটে। স্কাইয়ের আগে রোহিত শর্মাও ঝড় তুলেছিলেন। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় রোহিতের। বোর্ডে ২১৫ রানের বিশাল লক্ষ্য। ক্যামেরন গ্রিন টানা দুটি অর্ধশতরান। তিনি ফেরেন ৪৩ বলে ৬৭ রানে। ১৪ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১৩২-২। ফলে তাদের কাছে প্রত্যাশা ছিলই ম্যাচ জেতার। কেন না, পঞ্জাব কিংস এই পরিস্থিতিতে ছিল ১০৫-৪। সেখান থেকে যদি পঞ্জাব এত বড় লক্ষ্য দিতে পারে, মুম্বই কেন পৌঁছতে পারবে না! কিন্তু স্কাই ২৬ বলে ৫৭ রানে ফিরতেই সাময়িক চাপ তৈরি হয় মুম্বই শিবিরে। বাঁ দিকে ঝাঁপিয়ে চোখ ধাঁধানো ক্যাচ নেন অথর্ব তাইডে। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। শেষ ২ ওভারে ৩১ রান প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ওভারে ১৬। বোলিংয়ে অর্শদীপ সিং। শেষ ওভারে নায়ক হয়ে উঠলেন পঞ্জাবের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তৃতীয় ও চতুর্থ বলে মিডল স্টাম্প টুকরো করলেন অর্শদীপ। দু-বার স্টাম্প বদলাতে হল। শেষ অবধি ১৩ রানে জিতল পঞ্জাব কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =