শ্রীনগর : পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার ৬ জন পুলিশ আধিকারিক, যার মধ্যে স্টেশন হাউস অফিসার রয়েছেন, তাঁদের বদলি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
বদলির তালিকায় রয়েছেন পাহেলগাম থানার এসএইচও ইনস্পেক্টর রেয়াজ আহমদ, যাঁকে ডিপিএল অনন্তনাগে পাঠানো হয়েছে।
তাঁর স্থানে এসএইচও হচ্ছেন পীর গুলজার আহমদ। উল্লেখ্য, ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যার তদন্ত শুরু করেছে এনআইএ।

