প্রার্থী মক্কায়। এদিকে নিয়ম মেনে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কেন্দ্রে জমা পড়েছে মনোনয়ন।যা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। প্রশ্ন ওঠে, সন্ত্রাসের জেরে রাজ্যে থেকেও যেখানে মনোনয়ন জমা দিতে পারছেন না, সেখানে সৌদি আরবে বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী!
আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিআইডি। ওই মামলাতেই বিডিও-র পর এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করলেন রাজ্যের গোয়েন্দারা। সূত্রের খবর, বৃহস্পতিবারই ভবানীভবনে দেখা করতে বলা হয়েছে মিনাখাঁ বিডিও অফিসের ওই চার কর্মীকে। এর আগে হাইকোর্টের নির্দেশে ২৪ জুলাই মিনাখাঁ বিডিও অফিসে যায় সিআইডি।
জানা গিয়েছে, মিনাখাঁর কুমারজোলর এলাকার তৃণমূল কর্মী মইনুদ্দিন গাজি হজ করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন গত ৪ জুন। তারপরই ঘোষণা হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। মইনুদ্দিনকে প্রার্থী করে তৃণমূল। মক্কাতে বসেই তিনি মনোনয়ন জমা দেন। এই মনোনয়ন জমা করাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী, প্রশ্ন তোলেন বিরোধীরা। বিষয়টি গড়ায় হাইকোর্টেও। পরে অবশ্য মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করে কমিশন।
ওই মামলার পর্যবেক্ষণে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘যিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন, সে বিষয়টি খুব দায়সাড়াভাবে দেখিয়েছন বলে মনে করছে আদালত। এমনকি স্ক্রুটিনিটাও ঠিক মতো হয় নি।’ এরপরই সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তদন্তে নেমে এর আগে বিডিও কে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।