সিরাজের পাঁচে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

কুইন্স পার্ক ওভালে চতুর্থ দিনের সকাল পুরোপুরি ভারতের। প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল ভারত। মাইলফলকের ম্যাচ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলছে। বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। স্মরণীয় মুহূর্তে টেস্ট অভিষেক হয়েছে বাংলার পেসার মুকেশ কুমারের। টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট নিয়েছিলেন গতকালই। আজ দিনের শুরুতেই উইকেট মুকেশের। এরপরই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধস। প্রথম টেস্টে ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাই ছিল। দ্বিতীয় দিন দীর্ঘ সেশনে মাত্র ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত কাল সারাদিন ব্যাট করে তারা। প্রথম ইনিংসে তৃতীয় দিন অবধি ১০৮ ওভার ব্যাট করে প্রতিরোধের ছাপ রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ দিন মাত্র সাড়ে সাত ওভার স্থায়ী হল তাদের ইনিংস। ২২৯-৫ থেকে ২৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। পিচ থেকে কোনও সহযোগিতা না থাকায় তৃতীয় দিন উইকেটের জন্য হন্যে হয়েছে ভারত। ভালো বোলিং করেও উইকেট আসছিল না। এ দিন দারুণ প্রত্যাবর্তন। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ নিলেন পাঁচ উইকেট। অভিষেককারী মুকেশের ঝুলিতে ২ উইকেট। রবীন্দ্র জাডেজাও ২ উইকেট নেন। বাকি একটি উইকেট অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে সর্বাধিক রান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের (৭৫)।মহম্মদ সিরাজের জন্য দারুণ মাইলফলক। টেস্ট ক্রিকেটে প্রথম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই পেসার। সামি, বুমরাদের অনুপস্থিতিতে পেস বোলিং আক্রমণকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =