সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার। রাজস্থানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও প্রায় পাকা করে ফেললো বাংলা। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে ৮৯ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে রাজস্থানের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জিতল সঞ্জয় সেনের ছেলেরা।
বাংলার হাতে এখনও দুটি ম্যাচ রয়েছে। আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে রবিরা।তিন ম্যাচে ছয় গোল এবং ক্লিনশিট অনেক বড় প্রাপ্তি বলে মনে করছেন কোচ সঞ্জয় সেন। অসমে সকল বাধাকে অতিক্রম করে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বাংলা। গত উত্তরাখণ্ড ম্যাচের মতোই এদিনও শেষ পর্যন্ত গোলের জন্য লড়াই করতে হয় রবি-করণ রাইদের। দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্ত হিসেবে নামা সায়নের গোলে জয় পেল বাংলা। বিকি থাপার ক্রস পেয়ে নরহরির হেড রাজস্থান গোলকিপার বাঁচিয়ে দেন। ফিরতি বলে শরীর ছুঁয়ে জালে বল জড়িয়ে দেন সায়ন। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বাংলা আক্রমণ চালিয়ে গেলেও রাজস্থানও পাল্টা প্রতিআক্রমণে ওঠে। বাংলার গোলকিপার সোমনাথ দত্ত অবশ্য নিজের জায়গায় স্থির ছিলেন। গত ম্যাচে নরহরিকে সুপার সাব হিসেবে ব্যবহার করেছিলেন কোচ, তিনিই গোল করে জিতিয়েছিলেন। এদিনও সুপার সাব সায়ন ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন।

