ব্যারাকপুর : বেপরোয়া বাইকের ধাক্কায় ভাঙল শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেট। বুধবার সকালের ঘটনা। গেট ভেঙে যাওয়ার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রেল অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেট মেরামতি করেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলপুলিশ বাইকটিকে আটক করেছে।
এদিন সকালে ২৩ নম্বর রেলগেট সন্নিহিত শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো চালকেরা। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। চৌরঙ্গী মোড়ের অটো স্ট্যান্ডের চালকদের অভিযোগ, ভাটপাড়া-কাঁকিনাড়া রুটের টোটো চালকেরা চৌরঙ্গী মোড় থেকে যাত্রী নিয়ে পলতা, ইছাপুর চলে যাচ্ছে। ফলে শ্যামনগর-ব্যারাকপুর রুটের অটো চালকেরা যাত্রী পাচ্ছেন না। এতেই ক্ষুব্ধ হয়ে টোটোর দৌরাত্ম্যর প্রতিবাদ জানিয়ে অটো চালকেরা এদিন রাস্তা অবরোধ করেন।