নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের রহস্যময়ী, নথিপত্রে কোন শ্বেতা?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামের সূত্রেই উঠে এসেছিল প্রোমোটার অয়ন শীলের নাম। তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। এবার এই অয়ন শীলের সূত্র ধরে দুর্নীতিতে আরও এক রহস্যময়ী নারীর যোগের কথা উঠে এল।
শনিবার ইডির অভিযান চলে অয়নের সল্টলেকের ভাড়া বাড়িইডি সূত্রে খবর, ইডি অয়নের বাড়িতে পৌঁছনোর আগেই বান্ধবীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই চ্যাটের বিস্তারিত এসেছে ইডির হাতে। ইডি তল্লাশি চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অয়নের বান্ধবী। সতর্ক করেছিলেন অয়নকে। শুক্রবার রাতের চ্যাট হিস্ট্রিতে লেখা ছিল, ”ইডি রেইড করতে পারে। জিনিসপত্র সরিয়ে নাও।” এই চ্যাট দেখে কার্যত অবাক ইডির গোয়েন্দারা। কীভাবে ওই তরুণী আগেভাগে ইডির অভিযান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন, তা নিয়ে অবাক তদন্তকারীরা। এই বান্ধবীর নামেই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
রবিবার অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে শ্বেতা চক্রবর্তী নামে এক মহিলার নাম পাওয়া গিয়েছে। শ্বেতা নামের ওই মহিলার গাড়ি কেনার এবং সম্পত্তি হাতবদলের কাগজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে শ্বেতাই অয়নের ঘনিষ্ঠ সেই বান্ধবী কি না সে বিষয়ে এখনও ইডির তরফে কিছু জানানো হয়নি।
পাশাপাশি, অয়নের প্রযোজনা সংস্থার ছবিতেও অভিনয় করার কথা ছিল শ্বেতা চক্রবর্তী নামের এক অভিনেত্রীর। তিনিই অয়নের বাড়ি থেকে প্রাপ্ত নথিতে নাম থাকা শ্বেতা কি না, তা নিয়েও ইডি কিছু জানায়নি।
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে ইতিমধ্যে টলিউড যোগের কথা সামনে আসছে। বনি সেনগুপ্তের নাম উঠে এসেছে। অভিনেতা বনি নাকি শান্তনুর সঙ্গে ভালো পরিচয়ের সূত্রে গাড়ি কেনার জন্য টাকা নিয়েছিলেন। উঠে এসেছে পার্লারের মালিক এক মহিলার নাম। তিনি তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনুর থেকে টাকা ধার করেছিলেন বলে জানা গিয়েছে। যদিও অভিনেতা বনি সেনগুপ্ত ও ওই মহিলা সেই টাকা সম্প্রতি ফেরত দিয়েছেন বলেই জানা গিয়েছে।
রবিবার প্রায় ৩৭ ঘণ্টা অয়নের বাড়িতে টানা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, তাঁর কাছ থেকে চাকরির পরীক্ষার একাধিক উত্তরপত্র বা ওএমআর শিট এবং তার প্রতিলিপি পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথিও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =