হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন প্লীহায়। যার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত বিপন্মুক্ত শ্রেয়স। ৩০ বছর বয়সী তারকা ক্রিকেটার হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। তবে তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। এক বিবৃতি দিয়ে তেমনটাই জানিয়েছে বোর্ড।

শ্রেয়স সেরা ট্রিটমেন্ট পেয়েছেন বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে সিডনির ডক্টর কোরোস হাঘিগি ও তাঁর টিম এবং ভারতের ডক্টর দীনশ পার্দিওয়ালাকে ধন্যবাদ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে শ্রেয়স কয়েকদিন সিডনিতেই থাকবেন। তারপর ফিট হলে ভারতে ফিরে আসবেন। জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সইকিয়া।
শ্রেয়স এই চোট পাওয়ার পর ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, হয়তো একমাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। আপাতত তিনি সুস্থ হচ্ছেন। ফলে তাঁকে নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন তাঁর অনুরাগী থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট টিমও। তবে সুস্থ হলেই তিনি যে মাঠে নেমে পড়বেন, তেমনটাও নয়। চিকিৎসকদের পক্ষ থেকে, এনসিএ থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া যাবে, তারপরই তাঁকে ফের ২২ গজে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =