শ্রেয়সকে বাদ দেওয়ার রেশ ! নির্বাচকমণ্ডলীতে বড়সড় পরিবর্তন আনছে বিসিসিআই

এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিশেষ করে শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটপ্রেমী সেলিব্রিটিরা। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে প্রশ্ন, কেন এমন ফর্মে থাকা ব্যাটারকে বাদ দেওয়া হলো? এই বিতর্ক যখন তুঙ্গে, তখনই সামনে এলো নতুন খবর—ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নাকি নির্বাচকমণ্ডলীর দুই সদস্যকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শুক্রবার থেকে সেই পদে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই অজিত আগরকরের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। আগরকর গত কয়েক মাসে নির্বাচকপ্রধান হিসেবে ভারতীয় দলকে একাধিক বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিয়েছেন। ফলে তাঁকে এই দায়িত্বে বহাল রাখা হচ্ছে পুরস্কারস্বরূপ। তবে আগরকরের প্যানেলে থাকা চারজন সদস্য—শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ—এঁদের মধ্য থেকে দু’জনকে বাদ দেওয়া হবে। ঠিক কোন দু’জন নির্বাচক পদ হারাবেন, তা এখনও স্পষ্ট হয়নি। বিসিসিআইয়ের বার্ষিক সভায় এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বোর্ড শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিনিয়র পুরুষ দলের জন্য নতুন দু’জন নির্বাচক নিয়োগ করা হবে। খুব শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে মহিলা ক্রিকেটের নির্বাচকমণ্ডলীতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমানে পাঁচ সদস্যের এই কমিটি গত মঙ্গলবারই মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করেছে। কিন্তু তার পরপরই সিদ্ধান্ত হয়েছে পুরো নির্বাচকমণ্ডলীকে সরিয়ে নতুন কমিটি তৈরি করা হবে। এজন্য চারটি নতুন পদে আবেদনপত্র আহ্বান করেছে বোর্ড।

শুধু তাই নয়, বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টেও আসতে চলেছে পরিবর্তন। অনূর্ধ্ব-১৯ এবং অন্যান্য বয়সভিত্তিক দলে খেলোয়াড় বাছাইয়ের জন্য নতুন মুখ্য নির্বাচক নিয়োগ করা হবে। বোর্ড চায় নির্বাচনী প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও আধুনিক মানসিকতার প্রভাব আনতে। তাই একসঙ্গে একাধিক স্তরে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, এশিয়া কাপকে ঘিরে শ্রেয়স আইয়ার বিতর্কই শুধু নয়, বিসিসিআইয়ের ভেতরেও এখন গরম হাওয়া বইছে। নির্বাচকমণ্ডলীর একাংশকে ছেঁটে ফেলা এবং নতুনদের জায়গা দেওয়া আসন্ন দিনে ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। আগামী ক’দিনের মধ্যেই জানা যাবে, কোন কোন মুখ বিদায় নিচ্ছেন এবং কারা নতুন দায়িত্ব নিতে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =