শোভন চট্টোপাধ্যায় হলেন এনকেডিএ চেয়ারম্যান, ৭ বছর পর প্রশাসনে প্রত্যাবর্তন

কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাত বছর পর প্রশাসনিক ক্ষেত্রে এটি তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছে। রাজ্য সরকার শুক্রবার এই নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে এই পদে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

শোভনের এই নিয়োগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই হয়েছে। বুধবার দার্জিলিঙের রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রীর বাসভবনে শোভন ও তার সহচরী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মমতার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও শোভন— উভয়েই কলকাতায় ফিরে আসেন।

এই ঘটনাক্রম তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অভ্যন্তরে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। দলের অনেক নেতার মতে, শোভনের এই নিয়োগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রতি একটি স্পষ্ট বার্তা। সম্প্রতি রেকর্ড বৃষ্টিপাতের ফলে কলকাতায় জলজট ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হলে হাকিমের ভূমিকা নিয়ে দলের অন্দরে সমালোচনা শুরু হয়।

শোভন ২০১৮ সালের শেষে মন্ত্রী ও মেয়রের পদ থেকে ইস্তফা দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন, তবে কিছুদিন পর তিনি বিজেপি থেকে সরে আসেন এবং সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। যদিও এই সময়েও শোভনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। তিনি উৎসবের সময়ে একাধিকবার মমতার বাসভবনে গিয়ে দেখা করেছেন।

২২ সেপ্টেম্বর টিএমসি-র জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সাক্ষাতের পর থেকেই তার সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা তীব্র হয়। এখন এনকেডিএ চেয়ারম্যান পদে তার নিয়োগ সেই জল্পনাকেই আরও জোরালো করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =