কলকাতা : আবার আনন্দপুর থানা এলাকা গুলশন কলোনিতে চলল গুলি। ওই এলাকায় বন্দুক হাতে কয়েক জন দুষ্কৃতীর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। পর পর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে মোট ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারে গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।
শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুক পেজ জানিয়েছে, “এন্টালি থানা এলাকা থেকে দুই সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের গুলশন কলোনি ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে। তাদের হেফাজত থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।” বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ১২.০৯.২৫ তারিখে এই অভিযান চালায়।
সংশ্লিষ্ট আর এক অভিযানে, নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে গুলশন কলোনির আর একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি ৭ মিমি দেশি পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনের অধীনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।”

