কোচ ছাড়াই এশিয়ান গেমসে শুটাররা

টোকিও অলিম্পিকে শুটিংয়ের নানা ইভেন্টে ভারতীয়দের ব্যর্থতা নিয়ে এখনও আলোচনা চলছে। হানঝাউ এশিয়ান গেমস থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন দিব্যাংশ সিং পানওয়ার, মেহুলি ঘোষ। চিনের হানঝাউ থেকেই প্যারিস অলম্পিককে পাখির চোখ করতে চলেছেন ভারতীয় শুটাররা। এশিয়ান গেমস থেকে অবশ্য় প্রতিবারই পদক আসে ভারতের। এশিয়ার সেরা শুটাররা নামেন এই গেমসে। ফলে প্রস্তুতি ও মান দুটোই ঠিক করে নেওয়া যায়। কিন্তু এশিয়ান গেমসে নামার আগে অন্য সমস্যায় পড়েছেন ভারতীয় শুটাররা। কার্যত কোচ ছাড়াই চিন যেতে হচ্ছে মেহুলিদের। ইতালির দুই কোচ মার্সেলো দ্রাদি ও এনিও ফালকোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর জাতীয় শুটিং ফেডারেশন অন্য দুই বিদেশি কোচ নিয়োগ করেছে। অস্ট্রেলিয়ার রাসেল এবং লোরিন মার্ককে নেওয়া হয়েছে। কিন্তু ২৫ জনের ভারতীয় শুটিং টিমের সঙ্গে এই দুই কোচের যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তার কারণই হল, ভারতীয় অলিম্পিক সংস্থা এশিয়ান গেমসের টিম ঘোষণার পর এই দুই কোচের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর ফলে ওই তালিকায় দুই বিদেশি কোচের নাম নেই। যে কারণে কার্যত কোচ ছাড়াই এশিয়ান গেমসে নামতে হবে। ট্র্যাপ কোচ বিক্রম চোপড়া ও স্কিট কোচ জিতেন্দর বেনিওয়াল যাচ্ছেন টিমের সঙ্গে। এয়ার রাইফেল ও পিস্তল ইভেন্টের শুটাররা কার্যত কোচ ছাড়াই নামবেন যে যাঁর ইভেন্টে। সর্বভারতীয় শুটিং ফেডারেশনের সচিব রাজীব ভাটিয়া বলেছেন, ‘অ্যাথলিটদের তালিকা চূড়ান্ত হওয়ার পর এই দুই কোচের সঙ্গে চুক্তি হয়েছিল। ফলে নতুন দুই কোচের ছাড়াই এশিয়ান গেমসের আয়োজকদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই ওই দুই কোচকে পাওয়া যাচ্ছে না। বিক্রম আর জিতেন্দরকে অবশ্য পাওয়া যাচ্ছে। তবে আমরা দুই বিদেশি কোচের নাম প্রস্তাব করে পরে পাঠিয়েছি। ওঁদের নিয়ে যাওয়া যাবে টিমের সঙ্গে, তা জোর দিয়ে বলতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =