জগদ্দলে শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: প্রকাশ্যে শুট আউট জগদ্দলে। উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও।গুলি বেরিয়ে গিয়েছে ব্যবসায়ীর পিঠ ছুঁয়ে।অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ব্যবসায়ী অশোক কুমার সাউ।

রবিবার দিনের বেলা এই ঘটনায় আতঙ্ক ছড়ায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। থানা সংলগ্ন ১ নম্বর গলিতে সাইবার ক্যাফে ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়া হয় বলে অভিযোগ। থানার সামনে দিনে দুপুরে এমন দুষ্কৃতী তাণ্ডবে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা ও দুষ্কৃতীদের দুঃসাহস নিয়ে।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ী ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর পালঘাট রোডের বাসিন্দা। ব্যবসায়ী অশোককুমার সাউ নিজেকে ভাটপাড়ার ১২ পুরসভার তৃণমূল সভাপতি দাবি করেছেন। তিনি জানান,  এদিন সকাল ৮-৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ১ নম্বর গলি দিয়ে বাজারে যাচ্ছিলেন। তাঁরা তিন জন ছিলেন। পিছন থেকে চার-পাঁচজন দুষ্কৃতী অতর্কিতে হানা দিয়ে দুটো বোমা ছোড়ে এবং ছয় রাউন্ড গুলি চালায়। যদিও বোমা দুটি ফাটেনি। অশোকের দাবি, নিচু হয়ে বসে পড়লে একটা গুলি পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং গুলির খোল উদ্ধার করেছে।

যদিও এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় বলেই আক্রান্তের দাবি। তাঁর অভিযোগ, স্থানীয় কিছু  দুষ্কৃতী অনেকদিন ধরেই তাঁকে প্রাণে মারার চেষ্টা করছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ভোট পরবর্তী হিংসায় কুখ্যাত অপরাধী আকাশ যাদব খুন হয়েছিল। যারা আকাশকে খুন করেছিল, এদিন তারাই অশোকের ওপর হামলা চালিয়েছিল। সাংসদের দাবি, আরমান নামে এক দুষ্কৃতীর বাবার ছাট মাংসের দোকান আছে। দুদিন আগে সেই দোকানে গন্ডগোল হয়েছিল। মনে হচ্ছে তার জেরেই ঘটনা। সাংসদের দাবি, অপরাধীরা নিজেদের ফায়দা তোলার জন্য রাজনৈতিক নেতাদের কাছে আশ্রয় নেয়। কিন্তু এদের রাজনীতি থেকে দূরে রাখা উচিত। অপরাধীদের স্থান হওয়া উচিত জেল। আক্রান্তের রাজনৈতিক অবস্থান নিয়ে সাংসদের প্রতিক্রিয়া, ভাটপাড়া-১ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ তাকে জানিয়েছে, গত তিন বছর ধরে অশোকের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। এদিকে আক্রান্ত অশোক কুমার সাউকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জগদ্দল থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জগদ্দল থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক স্তরে। তদন্তে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 1 =