কলকাতা : মধ্যরাতে পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে মেট্রোর সুড়ঙ্গে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে।
রাতেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মেট্রোর সুড়ঙ্গে গেলেন ওই যুবক? নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। পরপর নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা নিরীক্ষা করছিলেন আধিকারিকরা। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা।
পার্ক স্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

