নয়াদিল্লি : প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ অন্যান্য প্রকল্পে দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজের বক্তব্য শুনে লোকসভায় হাসতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
প্রথমে কল্যাণ লোকসভায় প্রশ্ন করেন, রাজ্যের বরাদ্দ টাকা কবে ছাড়বে কেন্দ্র? এরপর লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “পশ্চিমবঙ্গ সরকার বড় কাজকে ছোট করে কিছু মানুষের উপকার করার অপরাধ করেছে। এই প্রকল্পের অধীনে, অযোগ্যদের যোগ্য করা হয়েছিল এবং যোগ্যদের অযোগ্য করা হয়েছিল, এটি প্রমাণিত হয়েছে, গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হয়েছে।”
শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে নিজেদের নামে রাখার অপরাধ করেছে। এমনকি একই প্রকল্পের অধীনে, অযোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছিল এবং যোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ অনুযায়ী, আমরা তহবিলের অপব্যবহার হতে দেব না।”