আন্তর্জাতিক নারী দিবসে ডাক বিভাগের উদ্যোগে খুলল ‘শিউলি, দ্য পার্সেল ক্যাফে’

কলকাতা: থিম। পুজো থেকে রেস্তোরাঁ, ক্যাফে, সকলেই এখন থিম খোঁজে। সেই থিমে এবার অভিনব সংযোজন শিউলি, দ্য পার্সেল ক্যাফে। তরুণ প্রজন্মের নজর কাড়তে নতুন উদ্যোগ ডাক বিভাগের (India Post) পশ্চিমবঙ্গ সার্কেলের। কলকাতা জিপিওর (Kolkata GPO) শতাধী প্রাচীন সাদা গম্বুজ বাড়ির অন্দরে এবার সূচনা হল অত্যাধুনিক পার্সেল ক্যাফের। যেখানে কাজ, আড্ডা দুই-ই হবে।


আন্তর্জাতিক নারী দিবসের (International women’s day) কথা মাথায় রেখে এই ক্যাফের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল (সিপিএমজি) জে. চারুকেশী। একই সঙ্গে এদিন দার্জিলিং চা-কে মান্যতা দিয়ে ডাক বিভাগ প্রকাশ করল একটি স্পেশ্যাল কভার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি বোর্ড অফ ইন্ডিয়ার আধিকারিকেরা। সিপিএমজি চারুকেশী বলেন, ‘দার্জিলিং চায়ের সঙ্গে যে সমস্ত শ্রমিকদের জীবন জড়িয়ে তাদের অধিকাংশই নারী। এমনকী দার্জিলিং চায়ের হলমার্কেও রয়েছে চা বাগানের নারী শ্রমিকের ছবি। নারী দিবসের দিনে প্রকাশ হওয়া এই কভারের ক্ষেত্রেও সেই সকল চা শ্রমিকদের সম্মান জানানো হয়েছে।’


কলকাতা জিপিওর মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পার্সেল ক্যাফে। সেই উপলক্ষে পোস্টকার্ডও বিলি করা হয়। এই জায়গাতেই আগে ছিল শিউলি নামের ডাক বিপণন কেন্দ্র। আর তাকেই নতুন রূপে প্রকাশ করে তৈরি হয়েছে শিউলি, দ্য পার্সেল ক্যাফে। ক্যাফের প্রতিটি জিনিসেই রয়েছে রানার থেকে স্ট্যাম্পের ছোঁয়া। এই ক্যাফেতে চা, কফির সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ডাক বিভাগের তৈরি বিভিন্ন উপহার সামগ্রীও। এখন মানুষের সাথে এই বিভাগের প্রাচীন সুসম্পর্ক যে নতুন প্রজন্মের সাথেও ঘটবে তার আশাতেই সৃষ্টিশীল মানুষের জন্য জিপিও-র দ্বার খুলেছে ভারতীয় ডাক বিভাগ।

পাশাপাশি এ দিন বেশ কিছু ডাকঘরে শুরু হয়েছে একই দিনে ডেলিভারির উদ্যোগ। দমদম, বড়বাজারের মত বিভিন্ন ব্যাস্ত পোস্ট অফিসে কিছু নির্দিষ্ট পিন কোডে বুকিং-এর দিনই ডেলিভারির বন্দোবস্ত করা হবে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং হলে তবেই একই দিনে ডেলিভারি সম্ভব, জানান ডাক আধিকারিকেরা। এছাড়াও পার্সেলের বুকিং বাড়ানোর জন্য এদিন আরও একটি মোবাইল বুকিং ভ্যানের সূচনা করেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল। কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, ‘এই বছর পশ্চিমবঙ্গের ডাক বিভাগ মহামারির মধ্যে ৩০০ টন পার্সেল বুক করেছে এবং ১২ লক্ষের অধিক পার্সেল সঠিকভাবে বন্টন করেছে।সেই জন্য এদিন বিভিন্ন পোস্টম্যানদের পার্সেল সুপারস্টার পুরস্কার দেওয়া হয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =