আইএফএ শিল্ডের সুচী আগেই প্রকাশ করেছিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। সেই সময় মাঠ ও সময় নিশ্চিত করা না হলেও এবার সিদ্ধান্ত জানিয়ে দিল আইএফএ। শিল্ডের উদ্বোধনী ম্যাচ আয়োজিত হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। আগামী ৮ অক্টোবর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের। সম্প্রতি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল কলকাতা লিগের ডার্বিও। উদ্বোধনী ম্যাচে ফ্রি টিকিট থাকছে বলেই জানিয়েছে আইএফএ। ফাইনালে হয়তো টিকিট থাকতে পারে, বাকি ম্যাচগুলিতেও ফ্রি টিকিট থাকার সম্ভাবনা।
বুধবার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ পার্থ ভৌমিকও ঢাক বাজিয়ে উদ্বোধন করা হবে শিল্ডের।আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন, “দুর্গাপুজোর আমেজ এখনও রয়েছে, সেই বুঝেই আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করব।” পুজোর আমেজ বজায় রাখতেই ঢাক বাজিয়ে উদ্বোধন করা হবে শিল্ডের। আইএফএ শিল্ডে নামার আগে জোরকদমে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। রবিবার ইস্টবেঙ্গল দল রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন। হামিদ-মিগুয়েলরা ড্র করলেন কলকাতা লিগে খেলা তরুণ ফুটবলারদের দলের বিরুদ্ধে। অন্যদিকে শিল্ডের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করছে মোহনবাগান। প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিতি ছিলেন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস।
ছটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ -তে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল, নামধারী এফসি এবং শ্রীনিধি ডেকান। গ্রুপ বি -তে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট, ইউনাইটেড স্পোর্টস এবং গোকুলাম কেরালা। দুটি গ্রুপের চ্যাম্পিয়ন একে অপরের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে। কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের খেলা দিয়ে শুরু হবে শিল্ড। ১৪ অক্টোবর ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ নামধারী এফসির বিরুদ্ধে৷ ৯ অক্টোবর মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে গোকুলাম কেরালার বিরুদ্ধে। ১৫ অক্টোবর মোহনবাগানের বিরুদ্ধে নামবে ইউনাইটেড স্পোর্টস।

