বিরাট-রোহিতকে রঞ্জি খেলার পরামর্শ শাস্ত্রীর

টিম ইন্ডিয়া যে এ বারের বর্ডার গাভাসকর ট্রফি (ঙ্কorত্মত্রr ঝত্থডত্থsদ্ধত্থr Troদ্মhা) হাতছাড়া করেছে, তা নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচনা হচ্ছে বিরাট কোহলি ()irত্থন্ঠ জ্ঞohli) ও রোহিত শর্মাকে (ট্টohiন্ঠ (hত্থন্দ্বত্থ) নিয়ে। অজি সফরে গিয়ে এ বার রোহিত ৫ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। আর কোহলি ৯টি ইনিংসে করেছেন ১৯১ রান। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর নামের পাশে এই রান বেমানান। দেশ-বিদেশের প্রাক্তনীরা বিরাট-রোহিতকে ফর্মে ফেরার জন্য নানা পরামর্শ দিয়েছেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এ বার রোহিত-বিরাটকে দিয়েছেন রঞ্জি খেলার পরামর্শ। শাস্ত্রীর ধারনা নতুন প্রজন্মের সঙ্গে যদি দুরত্ব তৈরি হচ্ছে, তা কেটে যাবে ঘরোয়া ক্রিকেটে খেললে। ঘরোয়া ক্রিকেটকে বরাবরই ভারতে প্রাধান্য দেওয়া হয়। একইসঙ্গে চলে তারকাপুজোও। অতীতে সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি জানিয়েছিলেন, ভারতে তারকা পুজো বন্ধ না হলে, ক্রিকেটের উন্নতি হবে না। সম্প্রতি আইসিসি রিভিউতে রবি শাস্ত্রী বলেন, ‘যদি তরুণ প্রজন্মের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে ওদের (রোহিত, বিরাটদের), তা হলে ওদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে ওরা, কিন্তু তারপরও ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত বলব। তার দুটো কারণ, এক বর্তমান প্রজন্মের সঙ্গে যে ওরা আছে সেটা বোঝাতে হবে। আর দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে।’ ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টের পর সিডনি থেকে প্রেস কনফারেন্সেও জানিয়েছিলেন, লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। গম্ভীর এও পরিষ্কার করেন যে, তিনি চান দলের সকলে ঘরোয়া ক্রিকেটে খেলুক। গত রঞ্জি ট্রফিতে বিরাট, রোহিতের মতো সিনিয়র ক্রিকেটাররা খেলেননি। তারপর তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি। সেই সময়ও দেশের প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, বিরাট-রোহিতেরও উচিত রঞ্জিতে খেলা। এ বার দেখার সত্যিই রো-কো জুটিকে ঘরোয়া ক্রিকেটের মঞ্চে ফিরতে দেখা যায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =